" বাটি হাতে রাজপথে "
দেড়ি আর করিস না ;
বাড়ি যেতে হবে রে বোকা !
বায়না আর ধরিস না ।
ফুচকাও গিল্লি ;
জিলিপি - পাঁপড় - বাদাম
সবই গিলে ফেললি ।
ভালো করে মাখিয়ে
মুঠো মুঠো ঠুঁসে নিলি
নাকমুখ বাঁকিয়ে ।
আইসক্রিম কেন আবার
খালিপিলি চাস তবে
খসে যাবে দাঁতখানা
তোর যে ঠান্ডা খেতে মানা ।
আচার আবার খায় নাকি ?
ছিঃ, বাসি-পচা কবে-কার
মুখে আবার দেয় নাকি ?
আরো কত ধসাবি
ভাবি কবে বাটি হাতে
রাজপথে বসাবি ।।

No comments:
Post a Comment