বাংলা গল্পসল্প

"BanglaGolpoSolpo" is all about Bengali stories, Bengali Poems, Articles etc. 'বাংলা গল্পসল্প'র তরফ থেকে সকল পাঠকগণ, শ্রোতাগণ ও লেখকবন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা এবং শুভকামনা। এই অনলাইন পাবলিশিং ওয়েবসাইটটির অনবদ্য প্রচেষ্টা স্বরূপ বিভিন্ন ধরনের বাংলা সাহিত্যের উন্মোচনের মাধ্যমে বাংলা জগতের গর্বিত বাঙালীর সন্নিকটে নবাগত তরুণ প্রজন্মের সাহিত্যিকগণের আত্মপ্রকাশ করার নিতান্তই একটি প্রয়াসমাত্র ।

Wikipedia

Search results

Pageviews

নিচের follow button টির দ্বারা আপনি এই ওয়েবসাইট টি follow করতে পারেন ।

Saturday, 5 September 2020

শ্রদ্ধাঞ্জলি / বাংলা কবিতা / বাংলা পদ্য ।

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 "শ্রদ্ধাঞ্জলি"

'সেখ আকতার আলম'

শ্রদ্ধেয় শিক্ষক আর শিক্ষিকাগণ।
আমাদের পিতা আর মাতার মতন।।
বৃষ্টির মতো ঝরা তাঁদের ভালোবাসা।
ধুয়ে মুছে দিয়েছে সব চরম হতাশা।।
বাণের ন্যায় তাঁদের জ্ঞানগর্ভ ভাষা।
জীবন যুদ্ধে জাগায় পদে পদে আশা।।
তাঁদের মুখ নিঃসৃত মূল্যবান বাণী।
আজও আমরা বেদবাক্য বলে মানি।।
তাঁদের দিব্যদৃষ্টিতে জেগে ওঠে মন।
কঠিন সময়ে হয় বিশ্বরূপ দর্শন।।
কোন পথ ভঙ্গিল? কোনটা সরল?
কোন পথে কিভাবে হবো মোরা সফল?
কোনটা ভালো? আর কোনটা মন্দ?
কোন কাজ করলে পরে ঘটবে দ্বন্দ্ব?
তাঁরাই তো দিয়েছেন এত কিছু শিক্ষা।
তাঁদের কাছে পেয়েছি জীবনের দীক্ষা।।
আজ আমরা সফল তাঁদের আশীর্বাদে।
দেশ-গড়া কাজ তাই নিয়েছি এ কাঁধে।
জেনে কিংবা না-জেনে করা কত ভুল।
তবুও পেয়েছি সদা ক্ষমা নামে ফুল।।
অপার শ্রদ্ধা আর ভক্তির কারণে।
সদা নত হয় মাথা তাঁদের চরণে।।

 
 
  

       Written By- 

 SK AKTAR ALAM


 

 

 

 

 

 

 

 

Copyrighted.com Registered & Protected

 

No comments:

Post a Comment