"শ্রদ্ধাঞ্জলি"
'সেখ আকতার আলম'
শ্রদ্ধেয় শিক্ষক আর শিক্ষিকাগণ।আমাদের পিতা আর মাতার মতন।।
বৃষ্টির মতো ঝরা তাঁদের ভালোবাসা।
ধুয়ে মুছে দিয়েছে সব চরম হতাশা।।
বাণের ন্যায় তাঁদের জ্ঞানগর্ভ ভাষা।
জীবন যুদ্ধে জাগায় পদে পদে আশা।।
তাঁদের মুখ নিঃসৃত মূল্যবান বাণী।
আজও আমরা বেদবাক্য বলে মানি।।
তাঁদের দিব্যদৃষ্টিতে জেগে ওঠে মন।
কঠিন সময়ে হয় বিশ্বরূপ দর্শন।।
কোন পথ ভঙ্গিল? কোনটা সরল?
কোন পথে কিভাবে হবো মোরা সফল?
কোনটা ভালো? আর কোনটা মন্দ?
কোন কাজ করলে পরে ঘটবে দ্বন্দ্ব?
তাঁরাই তো দিয়েছেন এত কিছু শিক্ষা।
তাঁদের কাছে পেয়েছি জীবনের দীক্ষা।।
আজ আমরা সফল তাঁদের আশীর্বাদে।
দেশ-গড়া কাজ তাই নিয়েছি এ কাঁধে।
জেনে কিংবা না-জেনে করা কত ভুল।
তবুও পেয়েছি সদা ক্ষমা নামে ফুল।।
অপার শ্রদ্ধা আর ভক্তির কারণে।
সদা নত হয় মাথা তাঁদের চরণে।।
No comments:
Post a Comment