ওরে ভালোমানুষ !
কে তোকে বলেছে
ভালো কথা বলতে
প্রেম-প্রীতি-ভাব
ভালোবাসা গড়তে ;
অহিংসায় কেন ভাই
তুই এত উগ্র
সম্প্রীতি গড়তে
কেন এত ব্যগ্র ।
ওরা করছে করুক,
ওদের হিংস্র দন্ত দিয়ে
রক্ত মাংস নিয়ে
ছেড়াছেড়ি, মারামারি,
করুক টানাটানি ;
কে তোকে বলেছে
কারই বা আদেশে,
নির্দেশে, উপদেশে
ছড়াতে চাস তুই
অহিংসার বাণী ॥
:- aalim khan

No comments:
Post a Comment