" হাওয়া খা "
যা পাবি তাই খা ।
ভিজিয়ে খা সিজিয়ে খা
দেওয়াল ছাড়িয়ে মাটি খা
উনোন পোড়া ছাই খা ।
লাথ খা জুতো খা
ভিড়ে ভিড়মী খা
ঠ্যালা খা আর গুঁতো খা ।
ঝাঁটা ভেঙে কাঠি খা
শুকনো আঁটি খা
চেঁটে থালা বাটি খা ।
ভুলোবাবার মাথা খা
পেনের কালি খা
দিদিমণির গালি খা ।
চিবিয়ে খা গিলে খা
কিছুই না পেলে পাছে
নে ব্যাটা হাওয়া খা ।।

No comments:
Post a Comment