" ঘরোয়া কবি "
লিখিতে চাহিলেও ; লিখিতে না পারি ।
কবি হতে চাই আমি, লিখিয়াছি কাগজে ।।
ঘরোয়া কবি আমি
কারো কথা শুনবো না ।
মনে মনে ভেবেছি ;
কাগজে কলমে তাই
লিখিতে নেবেছি ।
ঘরোয়া কবি, তাই লিখিতে ছাড়িনা ।
কারনে অকারনে ব্যাকারণ মানি না ।
যা খুশি তাই লিখে যাবো
এ নাইবা হল মগের মুলুক ।।
By -
aalim khan

No comments:
Post a Comment