আমার প্রিয় দিদিমণি
শিক্ষিকা আমার শিক্ষাগুরু,
মায়ের মুখে কথা বুলি শুরু;
পাঠের শিক্ষায় শিক্ষাদান,
জ্ঞান গুণ আদবকায়দায় গুরুর অবদান;
আমার মনে অন্ধকার কালো,
দূর করে আনে লন্ঠনের আলো;
শিক্ষিকা মানে শিক্ষাদাতা,
তার সাথে মায়া মমতা;
ভুল করলে এক ধমক
তারপর আবার নরম কোমল,
তার যে এই ভালোবাসা স্নেহ,
কোথাও গেলে পাবে না কেহ;
এমন শিক্ষিকা পেতে ভাগ্য চাই,
সেই ভাগ্য সবার হয় না ভাই ।।
- সানিয়া খাতুন
(বর্ধমান)
🙏🙏🙏
No comments:
Post a Comment