![]() |
collected |
বসন্ত পঞ্চমী
বসন্ত পঞ্চমী এসেছে বলে,
প্রকৃতি সেজেছে অরূপ সাজে,
বাতাসে বাতাসে বাদল বাজে,
ফুল ফুটেছে গাছেদের কোলে ।।
বসন্ত পঞ্চমী এসেছে বলে,
চারিদিকে বেজায় কাজ।
সেই ফাঁকে রয়েছে ছোটদের,
পুতুল পুতুল সাজ।।
বসন্ত পঞ্চমীর দিন দেখবে কত,
রঙিন রঙিন মেলা।
তারি সাথে কত কত,
শাড়ি পড়ার খেলা।।
- সানিয়া খাতুন
(বর্ধমান)
No comments:
Post a Comment