সেখ আকতার আলম
যেখানে আকাশ
মাটিতে মিশেছে;
শুষ্ক বক্ষ
পৃথিবী মাতার,
তবু সন্তান
হাসে অনায়াসে।
ঘাস নেই মাঠে,
লোক নেই হাটে;
ধুলো ভরা বাটে
নাই যে আগাছা।
যেখানে রাখাল
দারুণ ব্যাথায়
গাই শুধু গান।
দুমুঠো খাবার
জোটেনা যে হায় !
আধেক মরেও
মরেনা যে প্রাণ।
সেখানেতে আমি
বৃষ্টির বেশে
বর্ষাতে চাই।
যেখানে আকাশ
পাহাড়ে মিশেছে,
প্রতিটি বছর
মানুষ যেখানে
মাতে ঝুম চাষে।
যারা আদিবাসী;
তবু পরবাসীর
মতোই কাটায়
রাত্রি ও দিন।
উলঙ্গ দেহ;
সভ্য মানুষ
চিনেনা যে কেহ।
সেখানেতে আমি
মৃত্তিকা-বেশে
জন্মাতে চাই।
যেখানে আকাশ
সাগরে মিশেছে,
সূর্য গিয়েছে
অর্ধেক মরে;
রক্তে রেঙেছে
নীল পারাবার।
সাগরের মাছ
ভিন্ন অন্ন
ভাবাও যায়না,
যেখানে প্রবাল
ছাড়া আর কোন
খনিজ মেলেনা;
সেখানেতে আমি
সবুজের বেশে
No comments:
Post a Comment