মদিরা রূপ পদ্মদিঘির ওপার থেকে
যখন পূর্ণিমার জ্যোৎস্নামাখা চাঁদকে
জোর করে টেনে তোলা হল;
লজ্জায়, ঘৃণায় ম্লান মুখখানি লুকিয়েছিল
বারবার কালো মেঘের ওড়নায়।
নক্ষত্রদল মাতালের ন্যায় টলছিল,
আর মিটমিট করে চেয়েছিল।
মদন-বাণের ন্যায় নেমেছিল বজ্রপাত।
তারপর...
ঝোপের আড়ালে পাতাদের চিৎকার
আর ডালপালার লাফালাফি
অনেকক্ষণ চলেছিল।
বুড়ো প্যাঁচা আর জোনাকিরা
ঘন বনের আড়াল থেকে দেখেছিল---
রক্তমাখা, ছিন্নভিন্ন একটি উলঙ্গ নারীমূর্তি।
সারারাত কান্নার ন্যায় ঝরেছিল
বৃষ্টি আর নানান গাছের ফুল।
মৃত শরীর থেকে পূর্বের ন্যায়
ছড়িয়ে পড়েছিল পদ্মগন্ধ।
দেহখানা পুনরায় পবিত্র হয়ে উঠেছিল।
অলংকার হার মানত যে শুক্লপক্ষের বদনে;
আজ কৃষ্ণপক্ষে সেখানে কীটের বাস।
হাড়েজড়ানো পঁচা মাংসের গন্ধে,
বিবেকহীন অন্ধ মানুষের ভিড়
No comments:
Post a Comment