" পূর্বরাগ "
" সেখ আকতার আলম "
মন করেছে চুরি।
মনের খোঁজে সকাল সাঁঝে
দিগবিদিকে ঘুরি।
ঘুম আসেনা সখি আমার
ঘুম আসেনা চোখে।
মধু গাঁয়ের শ্যাম বরণ
সেই ছেলেটা দেখে।
দীঘির পাড়ে খোঁপার মাঝে
ফুল দিয়েছে গুঁজে।
তখন থেকে মন-পাখিকে
পাইনা আমি খুঁজে।
আমতলাতে, জামতলাতে,
কোথা আমার প্রাণ ভোমরা?
লুকিয়ে আছো নাকি?
মন্দ আমায় বলবে লোকে;
বলুক ক্ষতি নেই।
থাকব আমি সারা জীবন
তোমার পাশেতেই।
বলবো তোমায় একলা ডেকে
সব করেছো চুরি।
তোমায় ছাড়া এখন আমি
No comments:
Post a Comment