" তুমি যখন..."
"সেখ আকতার আলম"
তুমি যখন
আঁখির কোণে
মেঘের মতো
কাজল টানো।
প্রেম-বৃষ্টি
আমার বুকে
তীরের মতো
নিত্য হানো।
তুমি যখন
ফুলের মতো
মুখটি তুলে
মুচকে হাসো।
মোর মনের
গগনতলে
চন্দ্র রূপে
নিত্য ভাসো।
তুমি যখন
মাথায় দাও
রক্ত-রঙা
ওড়না গুঁজে।
তখন আমি
খাঁচার মাঝে
মন-পাখিকে
পাই না খুঁজে।
তুমি যখন
নূপুর পড়ে
ছমছমানো
সুরটি তুলো।
কোথায় যেন
হারিয়ে যায়
আমার সব
চিন্তাগুলো?
তুমি যখন
কপাল মাঝে
রবির মতো
টিপ লাগাও।
ধরার বুকে
নানান দুখে
অজানা এক
সুখ জাগাও।
No comments:
Post a Comment